সিরাজগঞ্জের তাড়াশে জেলা পরিষদের সদস্য হোসনেয়ারা পারভীন লাভলীর উদ্যোগে করোনায় প্রভাবে ক্ষতিগ্রস্ত কুলি মুজুরও হিজরা অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরন অব্যাহত রয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকালে তার বাসভবন চত্তরে ৪০ পরিবারের মাঝে বিতরন করেন। এর আগে অনেকের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরন করেন। এসময় আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ঢাকা মহানগর উত্তর, সাংবাদিক প্রমুখ উপস্থিত ছিলেন। ত্রান সামগ্রী গ্রহনকারীদের উদ্দেশ্যে বলেন, আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গড়া বীরের জাতি। মহান সৃষ্টিকর্তার দয়ায় করোনার হাত থেকে আমরা অবশ্যই মুক্ত হবো ইনশাল্লাহ। তবে সরকারের দেয়া বিধি নিষেধ মেনে চলতে হবে। বিনা কারনে বাইরে বের হওয়া যাবেনা। সরকারের পাশাপাশি আওয়ামীলীগের নেতা-কর্মী ও মানবতাবাদীরা আপনাদের পাশে আছে। আশা করছি খাদ্যের কোন অভাব হবেনা। করজোড়ে অনুরোধ, শুধু বিশেষ প্রয়োজন ব্যতিত কেউ ঘরের বাইরে বের হবেন না। আর কিছু দিন ধৈর্য্য ধরুন। আল্লাহ পাক আমাদের প্রতি অবশ্যই সদয় হবেন।
Leave a Reply