মো. আলী আক্কাছ তাড়াশ প্রতিনিধি দৈনিক বাংলঅদেশের সংবাদঃ>>>>>
তাড়াশ উপজেলায় তাড়াশ সদর পৌর আওয়ামীলীগ এর নবগঠিত কমেটিতে মো. আব্দুর রাজ্জাক আহবা করেয়ক ও আব্দুল হাকিম সরকার কে যুগ্ন আহবায়ক করে, ৩১ সদস্য কমেটি অনুমোদন দেন উপজেলা আওয়মীলীগের সভাপতি আব্দুল হক ও সাধারন সম্পাদক বাবু সন্জিত কর্মকার।
বুধবার বিকেলে উপজেলা আওয়ামীলীগের পার্টি অফিসের হল রুমে এক জরুরী সভায় উপজেল আওয়মীলীগ এর সাধারন সম্পাদ বাবু সন্জিত কর্মকার ঘোষনা করেন।
অন্য সদস্যের মধ্য আছেন মো. মির্জা শামচুল ইসলাম,শাহ সরকার, আফছার নিকারী, বেল্লাল হোসেন খান,প্রভাষক মো. আরিফুল ইসলাম, আনন্দ ঘোষ, মো,আবু ইউছুফ ঠান্ডু, ফটিক কুমার সরকার, মো, সাকাওয়াতহোসেন, মো.আমজাদ মোল্লা, শ্যাম সুন্দর টুটুল, মো. বাবুল শেখ, মো. আশরাফুল ইসলামবাচ্চু, মো.শামিম আহমেদ শান্ত, মো. আঃ মালেক, মো জিল্লুর রহমান, মো.মোসরেম উদ্দিন, সাংবাদিক সাহেদ খান জয়, পুলক ঘোষ, মো রেজা্উল করিম, মো. মানিক উদ্দিন,মো. কোবাদ আলী মন্ডল, মো, আব্দুস সামাদ মো. লেমন খান লেবু, আসাদুজ্জামন, আব্দুর রাজ্জাক, মো. রফিকুল ইসলাম, শহিদুল ইসলাম ফকির, মো. আবু বক্কার ঢুলু।
Desing & Developed BY লিমন কবির
Leave a Reply