সাব্বির মির্জা, তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
আবহাওয়া অনুকূলে থাকায় এবার সারাদেশে বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। এখন মৌসুম বোরো ধান ঘরে তোলার। দেশজুড়ে ফলন ভালো হলেও শ্রমিকের পারিশ্রমিক বেশি ও মণ প্রতি ধানের দাম কম হওয়ায় হতাশ কৃষক। এদিকে,গতকাল রবিবার বিকালে বৈশাখের ঝড় ও শিলাবৃষ্টিতে সিরাজগঞ্জের রায়গঞ্জের বেড়াবাজুয়া গ্রামের ফসলের মারাত্বক ক্ষতি হয়েছে।
সোমবার (১১ মে) সকালে রায়গঞ্জের বেড়াবাজুয়া শিলাবৃষ্টির কারনে শত বিঘা জমির ধানের ক্ষতি হয়েছে, ক্ষতিগ্রস্ত কৃষকের জমি পরিদর্শন করেছেন আল-আরাফাহ্ হজ্জ গ্রুপ এর ব্যবস্হাপনা পরিচালক ও পিডিপি প্রেসিডিয়াম মেম্বার আলহাজ্ব মুহাঃ নুরুল ইসলাম উজ্জল।
কৃষক আল মাসুম সরকার বলেন, হঠাৎ করে শিলাবৃষ্টি হওয়াতে প্রায় ৭০/৮০ বিঘা জমি নষ্ট হয়েছে। পাকা ধান সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। তবে যে দু/চার বিঘা জমির ধান কিছুটা কাঁচা রয়েছে সেসব জমিতে হয়তো কিছু ধান পাওয়া যাবে। এছাড়া বিঘা প্রতি দেড়/দুই মন করে ধান পাওয়া যেতে পারে
এ প্রসঙ্গে উপজেলা কৃষি অফিসার মোঃ শহিদুল ইসলাম বলেন, প্রাকৃতিক দুর্যোগের উপরে আমাদের কারও হাত নেই। ক্ষতির পরিমাণ ৫/১০%। আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাকে বিষয়টি জানিয়েছি। সরকার কৃষকদের পাশে রয়েছে।
Desing & Developed BY লিমন কবির
Leave a Reply