লিটন আহমেদ নিজেস্ব প্রতিবেদক দৈনিক বাংলাদেশের সংবাদঃ
মানবতার সেবায় এগিয়ে চলছে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার তাড়াশ স্বেচ্ছায় রক্ত দান সংগঠনের এক ঝাঁক তরুণ-তরুণী।
সিরাজগঞ্জ, বগুড়া নাটোর ও তাড়াশের প্রায় অর্ধশতাধিক ব্যক্তি ও রোগীকে বিনামূল্যে রক্ত দান করেছে। বর্তমানে আমাদের ফেসবুক গ্রæপের সদস্য সংখ্যা দেড় হাজারের অধিক।
মানবতার জয়গান নিয়ে গত (৫ র্মাচ) তাড়াশ স্বেচ্ছায় রক্ত দান সংগঠনের যাত্রা শুরু হয়।
তাড়াশ স্বেচ্ছায় রক্ত দান সংগঠনের কার্যক্রমের সদস্যরা হলো, মাসুম আহমেদ, দেলবার আহমেদ, ডঃ আজমল ফুয়াদ, আল-আমিন আবির, নাজমুল হক মেহেদী, মিরাজ হাসান মুন্না, আবির আহমেদ, মোক্তার হোসেন, ইতি মিলন, রোকেয়া আমিন, টুম্পা, আখি আশরাফ , আমিরুল ইসলাম, সোহেল রানা, আজিজুল হক, খায়রুল বাসার-১, আবু তালহা, আনোয়ার হোসেন, মনিরুল, শরিফ খন্দকার,সাইফুল ইসলাম, খাইরুল বাসার-২, হাবিবুর রহমান, গোলাম মস্তোফা, সুজন, সাগর, শুভ, মিম, তানিয়া, আলিম, নাইম, লেলিন সুমন কুমার, ফয়সাল, আশিক, শাহাদাৎ, নাসিম, শিশির, মমিন ও সামিউল হক।
তাড়াশ স্বেচ্ছায় রক্ত দান সংগঠনের সদস্য ইতি মিলন জানান, নিত্যনৈমত্তিক প্রতিটা মূহুর্তে রোগীকে বাঁচানোর জন্য প্রয়োজন হচ্ছে রক্তের। যথাসময়ে রক্ত সংগ্রহ করতে না পেরে হাসপাতালের বিছানায় মৃত্যু সাথে পাঞ্জা লড়ছে চিকিৎসা পাচ্ছেন না এমন অসহায় মানুষদের সংখ্যা অগণিত। এমতাবস্থায় তাড়াশের মানুষদের সহযোগিতার লক্ষ্যে, একজন মুমূর্ষ রোগীর জীবন বাঁচাতে,অন্যান্য সংঠনের ন্যায় আমাদের তাড়াশে এই প্রথম “তাড়াশ স্বেচ্ছায় রক্তদান সংগঠন” সেবা দিয়ে যাচ্ছে। আমরা আগামীতে সকলের ভালোবাসা ও সহযোগিতার মাধ্যমে অনেক দূর এগিয়ে যেতে চাই।
Desing & Developed BY লিমন কবির
Leave a Reply